muktijoddhar kantho logo l o a d i n g

ভৈরব

ভৈরবে পুলিশের সহযোগিতায় বৈশাখী মেলার জুয়ার আসরে অভিযান

সজীব আহমেদ, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি ।। কিশোরগঞ্জের ভৈরব উপজেলা কালিকা প্রসাদ ইউনিয়নের বৈশাখী মেলার নামে চলছে রমরমা জুয়ার আসর। দিন ব্যাপি শুরু হওয়া সিদ্দরচর বাজার এলাকায় বৈশাখী মেলার নামে চলছে উন্মুক্ত স্থানে জুয়া ও র‌্যাফেল ড্র।
মেলা হচ্ছে গ্রামবাংলার ঐতিহ্য। কিন্তু মেলার অনুমতি নিয়ে মূলত জুয়া খেলাকেই প্রাধান্য দেয়া হচ্ছে।
এলাকার যুবসমাজ এ ফাঁদে পড়ে নিঃস্ব হচ্ছে। যেখানে একদিনে লাখ লাখ টাকার জুয়া খেলা হয়। আর এই জুয়ার আসরে ভিড় করছে উঠতি বয়সের স্কুল-কলেজগামী তরুণরা।
মেলায় জুয়া খেলা হচ্ছে এরকম সংবাদের শুনে আজ (২৯ এপ্রিল) বরিবার দুপুর ৩ ঘটিকায় ভৈরব উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ কাজী ফয়সালের নির্দেশে উপজেলা সহকারি (ভূমি) কমিশনার মোঃ জাকির হোসেন ভৈরব থানা পুলিশের সহযোগিতায় বিশেষ অভিযান পরিচালনা করেন।
এবিষয়ে ভৈরব থানার উপ-পুলিশ পরিদর্শক এম জাহাঙ্গীর আলম মুক্তিযোদ্ধার কন্ঠকে জানান, আমাদের পুলিশী পোশাক পড়ে থাকার কারণে আগে থেকেই জুয়ার আসরে থাকা জুয়াড়ীগণ বুঝতে পেয়ে পালিয়ে যাই। তাই কাউকে আটক করতে পারি নাই।

Tags: