সাহিত্য ও সংস্কৃতি

শূন্যতায় শিকড় : আকতার জামিল
ঘর যেন এক অনন্ত আঙিনা,
সেখানে অসুস্থতার নিঃশব্দ গন্ধ।
তবুও কন্যার নাম সৌন্দর্য,
রোদের ঝলক হয়ে
একটি শিশুর চোখের হাসি
মুছে দেয় অগণিত ছায়া।
আরেক কোণে প্রাচুর্য,
অপরিপক্ব শ্বাসে স্রোতধারা বয়ে যায়...

শাপলার বিলের মতো প্রেম : আকতার জামিল
নীল জলে ভেসে থাকা রক্তিম স্বপ্ন,
শাপলার পাপড়িতে জমে থাকা নীরব অশ্রু,
যেন আমার হৃদয়ের অন্তর্গত এক গোপন আর্তি।
ফুটে ওঠে প্রতিদিন, আবার নিঃশব্দে ঝরে যায়।
সাতলার বিলের লাল সাগর যেন
আমার বুকের রক্...

ব্লাডমুনের বিষাদ : আকতার জামিল
আজ রাতে আকাশে লালচে দগ্ধ চাঁদ,
যেন কারও দীর্ঘশ্বাসে রক্তমাখা অশ্রু।
তুমি নেই, অথচ পৃথিবীর ছায়া এসে
আমার বুকের ভেতরও ঢেকে দেয় আলোহারা পূর্ণিমা।
আমাদের প্রেমও কি তবে এমনই?
একটা সরলরেখায় দাঁড়িয়ে-...

জীবনের খণ্ডচিত্র : আকতার জামিল
জীবন হচ্ছে-
ভালোবাসার নামে শুরু হওয়া গান,
যার শেষ সুর বাজে
বিষাদ, কান্না, আর নিঃশব্দ মৃত্যুতে।
জীবন হচ্ছে-
হেমন্তের বিকেল।
আলোয় শুরু,
কিন্তু মুহূর্তেই গ্রাস করে অন্ধকার।
জীবন হচ্ছে-
শিশির...

ভাঙনের প্রেমগাথা : আকতার জামিল
তোমার ঠোঁটে একসময় নদীর গান ছিল,
আজ সেখানে ভাঙা পাথরের ধুলো।
অদৃশ্য হাত কেটে নেয় পাহাড়ের শিরা,
লোভের রক্তে ভিজে যায় ধলাইয়ের বুক।
আমরা যে স্বপ্ন ছুঁয়ে ছিলাম,
সে স্বপ্ন এখন বাজারের পাল্লায় ঝুলে।...
trending news