muktijoddhar kantho logo l o a d i n g

সম্পাদকীয়

করোনা সতর্কতা-সচেতনতায় মুক্তিযোদ্ধার কণ্ঠ

বিশ্বব্যাপী মহামারী আকার ধারণ করা করোনাভাইরাস (কোভিড-১৯) মোকাবিলায় নাগরিকদের সতর্ক করতে এবং তাদের মধ্যে সচেতনতা সৃষ্টিতে কাজ করছে জাতীয় অনলাইন সংবাদপত্র মুক্তিযোদ্ধার কণ্ঠ।

২৯ মার্চ (রবিবার) প্রধান কার্যালয় কিশোরগঞ্জ জেলা শহরের গাইটালে করোনা সচেতনতায় লিফলেট বিতরণ করেন পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক বীর মুক্তিযোদ্ধা নিছার আহমদ। পরে তিনি নাগরিকদের হাত ধোয়ার জন্য হাত ধোয়া কার্যক্রমের উদ্বোধন করেন।

বীর মুক্তিযোদ্ধা নিছার আহমদ জানান, ৭১ সালের মতো বর্তমানে একটা যুদ্ধ চলছে। তবে করোনাভাইরাসের বিরুদ্ধে এ যুদ্ধে সচেতনতার পাশাপাশি ঘরে থেকে নির্দেশনা মেনে চলাই সকলের জন্য অংশগ্রহণ। এরমধ্যে প্রথম শর্ত হচ্ছে হাত ধোয়া। মূলত পথচারী ও নাগরিকদের সচেতন করে তুলতেই হাত ধোয়ার এ কর্মসূচির উদ্যোগ গ্রহণ করা হয়। সকলে এখানে হাত ধুতে পারবেন। এজন্য সাবান ও পানি আমরা সরবরাহ করব।

Tags: