muktijoddhar kantho logo l o a d i n g

কটিয়াদী

কটিয়াদীতে লেয়ার ফার্ম তৈরিতে পরিবেশ নষ্টের অভিযোগ

আতিকুর রহমান কাযিন, কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি :

কিশোরগঞ্জের কটিয়াদী পৌর এলাকায় ৭নং ওয়ার্ডের পশ্চিম বাগরাইট গ্রামে লেয়ার ফার্ম স্থাপনের অভিযোগ উঠেছে ।

এতে করে এলাকার পরিবেশ নষ্ট হবে বলে জানায় এলাকাবাসী। জানা যায়, পার্শ্ববর্তী অষ্টঘড়িয়া গ্রামের মৃত সাফির উদ্দিনের ছেলে মো.জামাল বেপারি লেয়ার ফার্ম তৈরি করতে যাচ্ছেন। এই লেয়ার ফার্ম তৈরির কারণে এলাকার পরিবেশ নষ্ট হবে মর্মে এলাকাবাসী পক্ষে মো.ফারুক মিয়া পৌরসভার মেয়রের কাছে লিখিত অভিযোগ করেছেন।

এতে কোন কাজ না হলে পরবর্তী সময়ে পরিবেশ অধিদপ্তর নরসিংদী জেলা শাখার কার্যালয়ে লিখিত অভিযোগ করেন। সর-জমিনে গেলে এলাকাবাসী জানান, এই লেয়ার ফার্ম তৈরি হলে এলাকার পরিবেশ নষ্ট হবে। তাই অবিলম্বে এই লেয়ার ফার্ম তৈরি বন্ধ করার জন্য প্রশাসনের সুদৃষ্টি কামনা করছেন ভোক্ত-ভোগি মহল।

মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/২৬-ফেব্রুয়ারি-২০১৭ইং/নোমান

Tags: