আতিকুর রহমান কাযিন, কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের কটিয়াদী এলাকায় হাতি দিয়ে চাদাবাজীর মহৎসব চলছে, শনিবার সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত চলে এই চাদাবাজী।
একটি হাতি দিয়ে রাস্তার প্রতিটি গাড়ী এমন কি ব্যাটারী চালিত অটোবাইক ও রিক্সা পর্যন্ত বাদযায়নি চাদাবাজির হাত থেকে। কটিয়াদী পৌরসভা থেকে বিভিন্ন রাস্তায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়, প্রতিটি গাড়ীর সামনে দারিয়ে হাতিটি চিৎকার চেচামেচি শুরু করলে আতংকিত হয়ে মানুষ টাকা দেয়, টাকা না দিয়ে যেতে পারেনা কোন গাড়ী, দশ টাকার কম চাদা নিতে অপারগতা প্রকাশ করে চিৎকার করে, হাতির উপরে থাকা ব্যাক্তিকে নিজের নাম জিজ্ঞেস করলে নিজের নাম লক্ষী বলে দাবী করে।
বিভিন্ন গাড়ীর ড্রাইভার ও পথচারীদের সাথে কথা বলে জানা যায়, প্রায় কয়েক দিন পর পর এই রাস্তায় হাতির চাদাবাজী চলার কারনে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় ভুগান্তিতে পরতে হয় সাধারন জনগনের, মানে না কারো কোন কথা,কিছু বললেই হাতি দিয়ে দৌরানী দেয়, এমন কি বেশি কিছু বললে এখন থেকে প্রতিদিন চাদা উঠানো হবে বলে জানায় হাতির পরিচালক। বিষয় টি দেখার জন্য কতৃপক্ষের দৃষ্টি আকর্শন করেন সাধারন পথচারি ।
মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/১১-০৩-২০১৭ইং/ অর্থ